সিরিয়াস কিছু কথা সিরিয়াস ভাবে বলতে চাই;
গত এক মাসে আমরা প্রমান করতে পেরেছি, যে কোনো বিষয়ের মধ্যে হাস্যরস খুঁজে বের করার ক্ষেত্রে আমরা অতুলনীয়। রাজাকারের ফাঁসি, জামাত-শিবিরের মত একটা ঘৃণিত, ভয়ংকর "রাজনৈতিক" দলকে নিষিদ্ধকরণ, দেশব্যাপী হামলা, বৃদ্ধ-শিশু-পুলিশ-রাজনৈতিক কর্মীর মৃত্যু, মন্দির পোড়ানো, চরম রাজনৈতিক সংকট ইত্যাদির মত প্রচন্ড সিরিয়াস ইস্যু থাকার পরও আমাদের আলোচনার মুখ্যভাগ জুড়ে কি থাকছে? চাঁদে সাইদীর মুখ নিয়ে ফান, টক শো'তে দুদু, মনিসহ বেশির ভাগ নেতার অপ্রকিতস্থ বক্তব্য নিয়ে ফান, বেলুন উড়িয়ে প্রতিবাদ নিয়ে ফান - না জানি আরো কত কিছু। আমরা প্রধান বিরোধীদল নেত্রীকে এখন "গোলাপী" বা "পিঙ্কি" ছাড়া অন্য নামে ডাকিনা, সাইদীর ফানি নামের লিস্ট লম্বা থেকে লম্বাতর হচ্ছে তো হচ্ছেই। আমরা এত ফানি কেন? মানুষ মরছে, ঘর জ্বলছে, দেশ দুই ভাগ হয়ে যাচ্ছে - এর মধ্যেও এত রস আমরা কেমনে খুঁজে পাচ্ছি?
সবার স্ট্যাটাস'এ রস, সেন্স অফ হিউমারের ছড়াছড়ি, কে কত বেশি কাতুকুতু দেয়া কথা বলতে পারি, তার প্রতিযোগিতা চলছে। ভন্ডামি করছি না, আমার শেষ স্ট্যাটাস'গুলি দেখতে পারেন, আমিও একই কাজ'ই করেছি। কিন্তু লেবু বেশি কচলালে তিতা হবেই; আর ভালো লাগছে না। শাহবাগ'ও এই একই খেলায় যোগ দিয়েছে ইদানিং; তাদের কথা-বার্তার মাঝেও রসের আতিশয্য। টক শো গুলিতে যারা আসছেন তারা তো একেকজন বিশাল ভাঁড় - প্রাসঙ্গিক কোনো প্রশ্নের উত্তর তারা দেবেন না, ময়লা দাঁত বের করে নির্লজ্জের মত হাসি দিয়ে একটা সস্তা, ফালতু কথা বলবেন - গা রিরি করে এখন দেখে; আরে শালা মানুষ মরছে দেশে!!!
শাহবাগ এখনো আন্দোলনের কেন্দ্রবিন্দু, বিশাল আশাহীনতার অন্ধকারে একটু আলো শাহবাগ'ই জ্বালিয়েছিল; আগুনটা মনে হয় আর ঠিক ভাবে জ্বলছে না। জামাত আমার সাথে ফাইজলামি করছেনা, আমাদের রগ কাটতে ওদের হাত এতটুকুও কাঁপবে না - যেমন কাঁপে নাই ওই পুলিশ ভাইদের পিটিয়ে বা রাজিবকে কুপিয়ে মারতে। সাইদীর চাঁদের ছবির গুজব ওরা ফাইজলামি করতে ছড়ায় নাই, ওরা খুব ভালো মত জানত এই গুজবের পর সাধারণ ধর্মভীরু জনগোষ্ঠির রিয়াকশন কি হবে, আর প্রগতিশীল যুবসমাজের রিয়াকশন কি হবে। আমাদের মত "বুদ্ধিমান"দের হাতে ললিপপ ধরিয়ে দিয়ে সেটাতে ব্যস্ত রাখতে ওরা সুপার পারদর্শী। আজকে তো আর এটা প্রথম দেখছি না!
কিছু সিরিয়াস দিকনির্দেশনা আশা করছি; রাজাকারদের সর্বোচ্চ শাস্তি যেন হয় তার একটা একটা প্রাকটিক্যাল সল্যুশন দেখতে চাই, রাজনৈতিক যে সংকট আজকে তৈরী হয়েছে তার সমাধান ফাইজলামি বা সেন্স অফ হিউমার দিয়ে হবে না - এটার জন্য কুটনৈতিক চিন্তাধারার প্রয়োজন। সাধারণ মানুষ রঙ্গরসে মেতে থাকতেই পারে, কিন্তু যারা নেতৃস্থানীয় জায়গায় আছেন তারা দয়া করে এই খেলায় যোগ দেবেন না। গণজাগরণ মঞ্চ, সরকার, বিরোধীদল, সুশীল সমাজ, কূটনীতিবিদ - সবাই মিলে দয়া করে সিরিয়াস কিছু ভাবুন।
আপনাদের আমরা নায়ক ভাবতে চাই, সস্তা কমেডিয়ান না।
(আমি দুঃখিত যদি এই লেখার মধ্যেও আমি নিজের অজান্তে কোনো সস্তা মজা করে থাকি। গত কয়েকদিনে আমরা বোধহয় সিরিয়াস ভাবে কোনো কথা বলাই ভুলে গেছি)
Written on: March 05, 2013