একটা ছেলে নাকি কালকে এক প্যাকেট সিগারেট না কিনে সেই টাকার চাল কিনে একজনকে দিয়ে এসেছে।
দুইটা মেয়ে নাকি আজকে কলেজ থেকে ফেরার সময় ফাস্ট ফুডের দোকানে আড্ডা দিতে বসে নাই। যে টাকাটা বেচেছে সেটা দিয়ে চাল কিনেছে আর সেই চাল কয়েকজন অচেনা মানুষকে ধরিয়ে দিয়েছে।
আর, একটা আজব মানুষের হুট করেই শুরু করে দেয়া পাগলামিতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের একবেলা (বা কয়েকবেলা) খাবার জোটানোর দুশ্চিন্তা দূর হয়েছে।
ছোট করেই নাহয় হোক, কিছু একটার শুরু তো হল!
আবারও খুব বলতে ইচ্ছা করছে - "দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।"
September 2, 2014
দুইটা মেয়ে নাকি আজকে কলেজ থেকে ফেরার সময় ফাস্ট ফুডের দোকানে আড্ডা দিতে বসে নাই। যে টাকাটা বেচেছে সেটা দিয়ে চাল কিনেছে আর সেই চাল কয়েকজন অচেনা মানুষকে ধরিয়ে দিয়েছে।
আর, একটা আজব মানুষের হুট করেই শুরু করে দেয়া পাগলামিতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের একবেলা (বা কয়েকবেলা) খাবার জোটানোর দুশ্চিন্তা দূর হয়েছে।
ছোট করেই নাহয় হোক, কিছু একটার শুরু তো হল!
আবারও খুব বলতে ইচ্ছা করছে - "দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।"
September 2, 2014
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন