রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

আমার জন্মদিনে আমার খালার ফেইসবুক স্ট্যাটাস

"সেপ্টেম্বরের ৩ তারিখ বিকালে আপা লেবার পেইন নিয়ে ভর্তি হলো ধানমন্ডিতে ডাক্তার ফিরোজা বেগমের ক্লিনিকে। চরম উত্কন্ঠা আর চাপা আনন্দ নিয়ে আমরা বাসায় রাত কাটালাম। আম্মা তো আপার সঙ্গে ক্লিনিকে। ৪ তারিখ সকালে সেজপা গেলো ওখানে ,দুপুরে কিছু একটা নিতে এসে আব্বাকে বলে গেলো যে আম্মা বলেছেন আপার খুব কষ্ট হচ্ছে তাই আব্বা যেন দোআ পড়তে থাকেন বেশি বেশি করে। আব্বা তখনি জায়নামাজে বসলেন। তাঁর সবচেয়ে আদরের বড় মেয়ে রুনু যে আজ মা হতে যাচ্ছে ! এর ঘন্টা খানিক পরেই সেজপা ফোন করলো,আব্বা ধরলেন --এই মাত্র তার রুনুর একটা ছেলে হয়েছে ! কাছেই ক্লিনিক ,ছুটলাম আমরা। গিয়ে দেখি দুলাভাই তার নীল ভেসপা নিয়ে বেরিয়ে গেছেন মিষ্টি কিনতে। আপার বেডের পাশে বেবিকট এ সাড়ে ৭ পাউন্ড ওজনের ফুটফুটে ছোট্ট বাবুটা ! আপার সাথে কী মিল তার মুখটার !
আম্মা তাকে নরম কাপড়ে জড়িয়ে আলতো করে আব্বার কোলে তুলে দিলেন। আব্বা গভীর মমতা আর বিস্ময় নিয়ে তার রুনুর ছেলে -তার প্রথম নাতিকে বুকে চেপে ধরলেন। আপা ক্লান্তি মাখানো হাসিহাসি মুখে তাকিয়ে তাকিয়ে দেখছে।
আমাদের আপা মা হলো , আর আমরা একটা ছেলে পেলাম! আমাদের আব্বুটা !
গতকাল এইরকমই কিছু একটা লিখতে গিয়ে বার বার চোখ ঝাপসা হয়ে আসছিল। আজকাল আনন্দের স্মৃতি গুলো বেদনা হয়ে বুক ভারী করে দেয় যেন।"
----
আমার জন্মদিনে এটা আমার খালার ফেইসবুক স্ট্যাটাস। এবারের জন্মদিনে পাওয়া সবচেয়ে দামী উপহার।
এই খালারাই ছোটবেলায় আমাদের হাজারও গল্পের বইয়ে ডুবিয়ে রাখতেন। লেখালেখির ভুতটাকে যে তারাই আমার ঘাড়ে আদর করে বসিয়ে দিয়েছেন, এ ব্যাপারে নিশ্চয়ই এখন আর কারো সন্দেহ থাকার কথা না। তাই না?

September 5, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন