রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

রাইস বাকেট চ্যালেঞ্জ 1

যারা যারা ইতিমধ্যেই "বোকার মত" "ভারত থেকে আইডিয়া চুরি করে আনা" রাইস বাকেট চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই চাল দিতে গিয়ে নিম্নোক্ত ফাপরগুলি শুনেছেন, তাইনা? 

১। "ফাইজলামি করেন মিয়া? এইটা কি কোন ইউনিক আইডিয়া নাকি? এইটা তো ইন্ডিয়াতে অলরেডি হয়ে গ্যাসে। সালমান খানের কুন এক সিনেমাতেও নাকি এই জিনিশ দেখাইসে। সরি ভাই, এই চাল আমি নিতাম না।"
২। "কি মনে করসেন আপনারা? ছবি তুইলা শো অফ করবেন আর ভঙ ধরবেন, দেশের দারিদ্র সমস্যার সমাধান কইরা ফালাইসেন! এই এক বালতি চাল আমি গায়ে পিন্ধুম? নাকি মাথায় ঢালুম? সরি ভাই, এই চাল আমি নিতাম না।"
৩। "দেশ যেখানে মানুষরে স্বাবলম্বী বানানোর চেষ্টা করতেসে, সেইখানে আপনারা আমাগো ভিক্ষা করা শিখাইতেসেন? ছি ছি ছি, আফনেরা এত খারাপ! এই চাল যদি আমরা আজকে নেই, তাইলে কালকে থেকে আমাগো তো আর কাজ-কাম করতেই মন চাইব না? তখন? হুম? সরি ভাই, এই চাল আমি নিতাম না।"
৪। "অয়াস্তাগফিরুল্লা, ঈদের সিজন ছাড়া এইডা আবার কেমুন যাকাত? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই চাল আমি নিতাম না।"
কিন্তু ... আমার কি কপাল খারাপ? আমি তো এইসবের কোনটাই শুনি নাই।
কি বলছেন? আপনিও শোনেন নাই? হায় হায়, তাইলে শুনল কে?
-------
আমি আর আমার মেয়ে সামান্য এক বালতি করে চাল দেয়ার বিনিময়ে কষ্ট করে খেটে খাওয়া দু'জন মানুষের অবাক খুশিতে তাকিয়ে থাকা চোখ আর বোকা-বোকা হাসি দেখেছি। বিশ্বাস করুন, চাল পেয়ে লোক দু'জন সত্যি সত্যিই খুশি হয়েছিল, আর দিতে পেরে আমাদেরও ভাল লেগেছিল।
ফালতু মানুষের ফালতু কথার কোন জায়গা আমার ওয়ালে নাই। হাজারটা মানুষ যেখানে একটা ভাল কাজকে অ্যাপ্রেশিয়েট করছে, সেখানে কতিপয় মহাজ্ঞানীর ডেসপারেট ত্যানাপ্যাঁচানো শুনতে কেমন যেন অসুস্থ লোমহীন চতুষ্পদের কুইকুই কান্নার মত শোনাচ্ছে।
আপনার যুক্তি দয়া করে আপনার সাথেই রাখুন। নিজের ওয়ালে যত খুশি নর্তন-কুর্দন করুন। কোন প্রবলেম নাই। এইখানে কমেন্ট করে নিজের শ্রম নষ্ট করবেন না। কমেন্ট লিখতে আপনার যতটা সময় নষ্ট হবে, কথা দিচ্ছি সেই কমেন্ট ডিলিট করতে আমার তার অর্ধেক সময়ও লাগবে না।
এগুলি রাগের কথা না। কষ্টের কথা। 

September 1, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন