রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

টু গালি অর নট টু গালি, দ্যাট হ্যাজ বিকাম এ বিগ প্রবলেম নাও।

"মনে মনে কই আমি, গাইলের আর হুন্ছোস কি, আমগো গাইল হুনলে পরে, খাইবো মুর্দা ভি ... আমি ফাইসস্যা গেসি মাইনকা চিপায়"
ফেইসবুক'এ অনেকের ভাষার ব্যবহার নিয়ে আমি বেশ কনফিউসড। হায়দার ভাই, একটু হেল্প করবেন আমাকে?
ইদানিং অনেককেই দেখছি ফেইসবুক'এ চরম অশ্লীল সব শব্দ ব্যবহার করে ফেলছে, অবলীলায়। হিসাবটা ঠিক মিলাতে পারছি না। যারা অকপটে এজাতীয় চ-বর্গীয় শব্দ ফেইসবুক'এ ইউজ করছে, তারা কি রিয়াল লাইফে, সবার সামনে এভাবেই কথা বলে? বন্ধু-মহলে আমরা কমবেশি সবাইই মুখ খারাপ করি, কিন্তু সেসব আড্ডায় আমরা যেসব কথা বলি তা নিশ্চয়ই আমরা সবার সাথে বলি না। ফেইসবুক তো এখন শুধু বন্ধু-মহলে সীমাবদ্ধ নাই, আমার ফেইসবুক আমার মুরুব্বিরা যেমন দেখেন, অনেক বছরের জুনিয়ররাও দেখে। যেকোন কিছু লিখতে গেলে তাই একটু হলেও ভাবতে হয় আমাকে। এটাই কি স্বাভাবিক না? নাকি আমি যাদের শব্দ-সিলেকশন নিয়ে চিন্তিত তাদের ফেইসবুক'এ এমন "ঝামেলাজনক" কেউ নাই? নাকি তাদের বন্ধুদের জন্য একটা একাউন্ট, মুরুব্বিদের জন্য আরেকটা? নাকি আমিই বেশি কনসারভেটিভ? আনস্মার্ট? মহা জ্বালা রে ভাই, কথায় কথায় চ-চর্চা করাই স্মার্টনেস হয়, তাহলে তো না পারব গিলতে, না পারব ফেলতে!
এমনও হয়েছে কয়েকবার - মানুষটা হয়ত আমাকে ঠিকমত চেনেও না, আমিও তাকে চিনি না, কিন্তু কমেন্টে বা ইনবক্স'এ এমন একটা অশ্লীল ফান করে বসলো যেটা কিনা চরম কুরুচিপূর্ণ। নোটিফাই করলে খ্যাক খ্যাক করে হাসির একটা স্মাইলি মেরে দিল, "ধুর মিয়া, এগুলা ধরলে হয়, আপনে তো মিয়া একটা বিশাল টুউউউত, খ্যাক খ্যাক খ্যাক।" ভাবখানা এমন যে কুরুচিপূর্ণ শব্দ ছাড়া আবার ফান হয় নাকি? আমার অপারগতা, তাই গিলতে না পেরে তাদেরকে ফেলেই দিতে হলো
কুরুচিপূর্ণ কথা বলবোও না, শুনবোও না - এটা কি অনেক বড় চাওয়া নাকি?
টু গালি অর নট টু গালি, দ্যাট হ্যাজ বিকাম এ বিগ প্রবলেম নাও।
* এটা গত বছরের ১১ আগস্টের পোস্ট। সিচুয়েশন খুব একটা বদলেছে বলে মনে হয় না; বরং কিছুটা তো মনে হয় খারাপের দিকেই গেছে। এক বছর পার হল, এখনো স্মার্ট হতে পারলাম না রে 

Original post: 11 August 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন