রবিবার, ৯ জুন, ২০১৩

ডেভলপমেন্ট ফান্ড


ঘটনাটা কালকে শুনলাম। সোর্স: ১০০% অথেন্টিক।

এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল পার্টটা অনেক কলেজের জন্যই নাকি এখন একটা ভালো ব্যবসা। "ক" কলেজের সীট পরে "খ" কলেজে। "খ" কলেজের প্রিন্সিপালের সাথে "ক" কলেজের প্রিন্সিপালের গোপন বৈঠক হয়। চা-বিস্কুটের ফাঁকে দুজন ডিল ফাইনাল করেন। প্রতি ছাত্র বাবদ "ক" কলেজ "খ" কলেজ'কে ১ হাজার টাকা করে দিবে, ২৫শে ২৫ নিশ্চিত। টাকাটা কে দিবে? আর কে? ছাত্ররা! এই ফান্ডের "গোপন" নাম হলো 'ডেভলপমেন্ট ফান্ড ফর "খ" কলেজ'! মাত্র ১ হাজার টাকায় প্রাকটিক্যাল'এ ফুল মার্কস, কোন বলদে অরাজি হবে? 

"ক" কলেজ থেকে এবার পরীক্ষার্থী ১,১০০ জন। ১,০০০ ইনটু ১,০০০ = মাত্র ১১ লক্ষ টাকা। ধরি ১ লক্ষ টাকা সিস্টেম লস, তবুও ১০   টাকা। এ তাকায় মোটামুটি ভালই ডেভলপমেন্ট হবে। প্রশ্ন হলো ডেভলপমেন্ট'টা কার হবে? "খ" কলেজের? নাকি প্রিন্সিপাল সাহেব এবং তার স্নেহধন্য কিছু শিক্ষকের? 

"ক" কলেজের এই প্রিন্সিপালের আমলে রেজাল্ট হবে সব আমলের মধ্যে বেস্ট। সবাই খুশি। প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক,... হয়ত শিক্ষামন্ত্রী, সরকার - গোটা বাংলাদেশ। 

গরিব কিছু ছেলেমেয়ে অবশ্য এই ১ হাজার টাকাটা দিতে পারে না; তাই তারা প্রাকটিক্যাল'এ ফুল মার্কস পায় না। ভাগ্যিস, এই ছেলেমেয়েগুলো আছে, নাহলে ১০০% স্টুডেন্ট প্রাকটিক্যাল পরীক্ষায় ১০০% মার্কস পেয়ে গেলে বেশি বেশি হয়ে  যেত না?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন