ঘটনাটা কালকে শুনলাম। সোর্স: ১০০% অথেন্টিক।
"ক" কলেজ থেকে এবার পরীক্ষার্থী ১,১০০ জন। ১,০০০ ইনটু ১,০০০ = মাত্র ১১ লক্ষ টাকা। ধরি ১ লক্ষ টাকা সিস্টেম লস, তবুও ১০ টাকা। এ তাকায় মোটামুটি ভালই ডেভলপমেন্ট হবে। প্রশ্ন হলো ডেভলপমেন্ট'টা কার হবে? "খ" কলেজের? নাকি প্রিন্সিপাল সাহেব এবং তার স্নেহধন্য কিছু শিক্ষকের?
"ক" কলেজের এই প্রিন্সিপালের আমলে রেজাল্ট হবে সব আমলের মধ্যে বেস্ট। সবাই খুশি। প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক,... হয়ত শিক্ষামন্ত্রী, সরকার - গোটা বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন