শনিবার, ১৫ জুন, ২০১৩

গান নিয়ে টেনশন : ১


গান নিয়ে টেনশন : ১
"ও মঞ্জু রে ...."

কলেজের শেষদিকে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আর্ক'এর একটা অ্যালবাম বের হলো। সুপারহিট এলবাম - সব গানই  হিট। ওই এলবামের একটা গান দীর্ঘদিন আমাকে বিশাল দ্বিধা-দ্বন্দে ঝুলিয়ে রেখেছিল। গানের কথাগুলো ছিল এইরকম:

"গানে গানে ভরা, অনন্ত স্মৃতিগুলো, অন্যকারও
আজ আমি থেকে দূরে .... 
ও মঞ্জু রে .... এ এ এ এ ...." 

অনেক ভেবেও বের করতে পারি নাই, এত আবেগ দিয়ে ডাকা এই "মঞ্জু"টা  আসলে কে? সে কি ছেলে নাকি মেয়ে? গায়কের বন্ধু নাকি প্রেমিকা? পুরাই টেনশন। 

অনেক পরে বুঝতে পারি, "মঞ্জু রে" আসলে "মন জুড়ে"। প্রবলেম হলো এরপর থেকে গানটা শুনলে আর মজা পাই না; "মঞ্জু রে" খোঁজাটা আমি আসলে হেভি এনজয় করতাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন