গ্রামীনফোনের "আমরা-আমরাই তো" বিজ্ঞাপনটা দেখে একটা ঘটনা মনে পরে গেল।
বছর পাঁচ-ছয়েক আগের কথা। মাঝে মাঝেই সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে ব্রাশটা জায়গামত পাইনা। একদিন দেখি ব্রাশটা ভিজা। কি আজব! বাসায় হামতাম শুরু করলাম। কেউ কিছু জানে না। আঙ্গুলে পেস্ট লাগিয়ে দাঁত মেজে আমি অফিস'এ চলে আসলাম, কিন্তু মাথার মধ্যে খচখচানি চলতেই থাকলো। সন্ধায় বাসায় ফিরে আবার হামতাম শুরু করলাম। হাসিব সাহেব ততক্ষণে বাসায় ফিরেছে। ওকে জিগ্গেস করলাম "ওই, আমার ব্রাশ ভিজা ক্যান?" শুনে ও'ও বেশ উত্তেজিত "তোমারটাও!!!!! বল কি???? আমারটাও তো আমি প্রতিদিন ভিজা পাই!!! অত্যন্ত রহস্যজনক ব্যাপার, সুষ্ঠু ইনভেস্টিগেশন করা দরকার। "
বাসায় আর কোনো মানুষ'ও নাই যে না বলে আমাদের ব্রাশ ইউজ করবে। ভুতুরে ব্যাপার! হঠাত একটা সম্ভাবনা উঁকি দিল; হাসিব'কে বললাম "যা তো, তোর ব্রাশটা নিয়ে আয়।" হেলতে-দুলতে সে আমার আমার নীল ব্রাশটা নিয়ে আসলো। চিপা গলায় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, "এটা কবে থেকে তোর ব্রাশের দায়িত্বে নিয়োজিত আছে?" মহা বিরক্ত রিপ্লাই - "মানে কি? প্রথম থেকেই তো এটা আমার ব্রাশ। তোমার তো সবুজটা।"
বুঝলাম আমরা মিনিমাম ৩ মাস ধরে একই ব্রাশ দিয়ে দাত মেজে আসছি।
ব্যাপার না, আমরা-আমরাই তো। তাছাড়া, আমার আর কি? প্রতিদিন তো আমিই আগে ঘুম থেকে উঠতাম, তাই শুকনা ব্রাশ দিয়ে আমি দাঁত মাজতাম। ভিজা ব্রাশ দিয়ে তো দাঁত মাজতো ও।
ইয়াক থুঃ!!! ভিজা ব্রাশ!!! চিন্তাও করতে পারি না আমি।
বছর পাঁচ-ছয়েক আগের কথা। মাঝে মাঝেই সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে ব্রাশটা জায়গামত পাইনা। একদিন দেখি ব্রাশটা ভিজা। কি আজব! বাসায় হামতাম শুরু করলাম। কেউ কিছু জানে না। আঙ্গুলে পেস্ট লাগিয়ে দাঁত মেজে আমি অফিস'এ চলে আসলাম, কিন্তু মাথার মধ্যে খচখচানি চলতেই থাকলো। সন্ধায় বাসায় ফিরে আবার হামতাম শুরু করলাম। হাসিব সাহেব ততক্ষণে বাসায় ফিরেছে। ওকে জিগ্গেস করলাম "ওই, আমার ব্রাশ ভিজা ক্যান?" শুনে ও'ও বেশ উত্তেজিত "তোমারটাও!!!!! বল কি???? আমারটাও তো আমি প্রতিদিন ভিজা পাই!!! অত্যন্ত রহস্যজনক ব্যাপার, সুষ্ঠু ইনভেস্টিগেশন করা দরকার। "
বাসায় আর কোনো মানুষ'ও নাই যে না বলে আমাদের ব্রাশ ইউজ করবে। ভুতুরে ব্যাপার! হঠাত একটা সম্ভাবনা উঁকি দিল; হাসিব'কে বললাম "যা তো, তোর ব্রাশটা নিয়ে আয়।" হেলতে-দুলতে সে আমার আমার নীল ব্রাশটা নিয়ে আসলো। চিপা গলায় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, "এটা কবে থেকে তোর ব্রাশের দায়িত্বে নিয়োজিত আছে?" মহা বিরক্ত রিপ্লাই - "মানে কি? প্রথম থেকেই তো এটা আমার ব্রাশ। তোমার তো সবুজটা।"
বুঝলাম আমরা মিনিমাম ৩ মাস ধরে একই ব্রাশ দিয়ে দাত মেজে আসছি।
ব্যাপার না, আমরা-আমরাই তো। তাছাড়া, আমার আর কি? প্রতিদিন তো আমিই আগে ঘুম থেকে উঠতাম, তাই শুকনা ব্রাশ দিয়ে আমি দাঁত মাজতাম। ভিজা ব্রাশ দিয়ে তো দাঁত মাজতো ও।
ইয়াক থুঃ!!! ভিজা ব্রাশ!!! চিন্তাও করতে পারি না আমি।