দু'চোখ দিয়ে আমরা কখনো আগামী দেখতে পাই না। আমাদের এক চোখ ব্যস্ত থাকে পিছনে দেখার জন্যে। আমরা যে পিছন থেকে ছুরি মারতে ওস্তাদ।
চলার পথের কাঁটা সরাতে আমরা কখনো দুই হাত একসাথে ব্যবহার করতে পারি না। এক হাত ব্যস্ত থাকে নিজের পশ্চাদ্দেশ আড়াল করে রাখতে। জানেনই তো, আপনজনের *** মেরে আমরা বড্ড বেশি আনন্দ পাই।
আমাদের দুই পা কিন্তু একটানা সামনের দিকে হাঁটতে পারে না। আমরা ৩ পা এগুলে ২ পা পিছাই। অভ্যাসই বলেন বা খাসলত - ইহাই আমাদের গর্বিত করে রেখেছে জাতি হিসেবে।
আমাদের দুই কান কখনো একসাথে কাজ করে না। এক কান দিয়ে যদি কাজের কথা ঢোকে, অন্য কান হয় ব্যস্ত থেকে কাজের কথাটাকে সসম্মানে বের করে দিতে; অথবা ব্যস্ত থাকে মহা-অকাজের কোনো কথাকে মগজের ভিতরে সাদরে অভ্যর্থনা জানাতে।
এবার কিছু ভালো কথা বলি।
এক হাত দিয়ে পাছু ঢাকতে ঢাকতেও আমরা কিন্তু ঠিকই এভারেস্টে পৌঁছে গেছি। এক চোখে দেখেও হয়েছি বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার, খুঁজে পেয়েছি পাটের জীন-তত্ব, এসেছে নোবেল প্রাইজ। আমাদের সিনেমা, বিজ্ঞাপন, স্পোর্টস এনেছে আন্তর্জাতিক স্বীকৃতি। অর্থনৈতিকভাবে হয়েছি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তৈলাক্ত বাঁশ বেয়ে ৩ ফুট উঠে আর ২ ফুট করে পিছলে নামা সত্বেও ঠিকভাবেই কিন্তু আয়োজন করেছি টি২০ ওয়ার্ল্ড কাপ, প্রশংসা কুড়িয়েছি আন্তর্জাতিক অঙ্গনে। শুধুমাত্র আমাদের প্রাকৃতিক দুর্যোগ আর হাড়জিরজিরে দরিদ্র মানুষের ছবিই কিন্তু দেখে না এখন বহির্বিশ্ব - তাদের চোখে পরার মত নানান উপলক্ষ এখন নিয়মিতই জন্ম দিয়ে যাচ্ছি আমরা।
এবার একটু ভাবুন তো। এক হাতে, এক চোখে বা এক পায়ে - মোটকথা অর্ধেক শক্তি ব্যবহার করেই যদি একটা দেশ এভাবে এগিয়ে যেতে পারে, পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লে আমরা কোথায় উঠে যাব!
শুভ নববর্ষ সবাইকে। চাওয়া একটাই, হাত-পা-চোখ-কান-মাথা-আমি-আপনি-আমরা সবাই ---- ১৪২১'এ যার যা কাজ, তা যেন ঠিকঠিক ভাবে করতে পারি।
চলার পথের কাঁটা সরাতে আমরা কখনো দুই হাত একসাথে ব্যবহার করতে পারি না। এক হাত ব্যস্ত থাকে নিজের পশ্চাদ্দেশ আড়াল করে রাখতে। জানেনই তো, আপনজনের *** মেরে আমরা বড্ড বেশি আনন্দ পাই।
আমাদের দুই পা কিন্তু একটানা সামনের দিকে হাঁটতে পারে না। আমরা ৩ পা এগুলে ২ পা পিছাই। অভ্যাসই বলেন বা খাসলত - ইহাই আমাদের গর্বিত করে রেখেছে জাতি হিসেবে।
আমাদের দুই কান কখনো একসাথে কাজ করে না। এক কান দিয়ে যদি কাজের কথা ঢোকে, অন্য কান হয় ব্যস্ত থেকে কাজের কথাটাকে সসম্মানে বের করে দিতে; অথবা ব্যস্ত থাকে মহা-অকাজের কোনো কথাকে মগজের ভিতরে সাদরে অভ্যর্থনা জানাতে।
এবার কিছু ভালো কথা বলি।
এক হাত দিয়ে পাছু ঢাকতে ঢাকতেও আমরা কিন্তু ঠিকই এভারেস্টে পৌঁছে গেছি। এক চোখে দেখেও হয়েছি বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার, খুঁজে পেয়েছি পাটের জীন-তত্ব, এসেছে নোবেল প্রাইজ। আমাদের সিনেমা, বিজ্ঞাপন, স্পোর্টস এনেছে আন্তর্জাতিক স্বীকৃতি। অর্থনৈতিকভাবে হয়েছি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তৈলাক্ত বাঁশ বেয়ে ৩ ফুট উঠে আর ২ ফুট করে পিছলে নামা সত্বেও ঠিকভাবেই কিন্তু আয়োজন করেছি টি২০ ওয়ার্ল্ড কাপ, প্রশংসা কুড়িয়েছি আন্তর্জাতিক অঙ্গনে। শুধুমাত্র আমাদের প্রাকৃতিক দুর্যোগ আর হাড়জিরজিরে দরিদ্র মানুষের ছবিই কিন্তু দেখে না এখন বহির্বিশ্ব - তাদের চোখে পরার মত নানান উপলক্ষ এখন নিয়মিতই জন্ম দিয়ে যাচ্ছি আমরা।
এবার একটু ভাবুন তো। এক হাতে, এক চোখে বা এক পায়ে - মোটকথা অর্ধেক শক্তি ব্যবহার করেই যদি একটা দেশ এভাবে এগিয়ে যেতে পারে, পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লে আমরা কোথায় উঠে যাব!
শুভ নববর্ষ সবাইকে। চাওয়া একটাই, হাত-পা-চোখ-কান-মাথা-আমি-আপনি-আমরা সবাই ---- ১৪২১'এ যার যা কাজ, তা যেন ঠিকঠিক ভাবে করতে পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন