জীয়ন আবার প্রেমে পড়েছে।
জ্বি না, ভুল পড়েননি। "আবার" শব্দটা এখানে প্রকৃত অর্থেই ব্যবহার করা হয়েছে। আমার জানামতে, তার সাড়ে তিন বছরের জীবনে এটা চতুর্থ প্রেম!
তার নতুন প্রেমিকার নাম সঙ্গত কারণেই গোপন করে লেখাটা লিখছি। মাত্র সাড়ে তিন বছরের একটা মেয়ে আমার বখাটে ছেলের কারণে এই বয়সেই স্ক্যাণ্ডালের শিকার হোক, সে তো আমি হতে দিতে পারিনা, তাই না?
ধরে নিন, মেয়েটার নাম মাইশা। আর, এর আগে যে মেয়েটা'কে জীয়নের ভালো লাগত, ধরে নিন তার নাম অহনা।
সেদিন বিকালে ...
আমি - "আজকে স্কুলে কার পাশে বসেছিলি বাবা?"
জীয়ন (মুখে চোরা চোরা হাসি) - "মাইশার পাশে।"
আমি (কিঞ্চিত অবাক) - "কেন? অহনার কি হল? ওর পাশে আর বসিশ না?"
জীয়ন (নির্লিপ্ত মুখে) - "নাহ! আর ভাল্লাগে না।"
আমি - "মানে কি? এখন তাহলে কাকে ভাল্লাগে?"
জীয়ন (লজ্জায় নুয়ে পড়ে) - "মাইশাকে।"
আমি - "মাইশা তোকে পছন্দ করে?"
জীয়ন (লজ্জায় পুরাই গদগদ) - "মনে হয়।"
আমি (কপট বিরক্তির ভান করে) - "আমার কিন্তু অহনাকেই বেশী পছন্দ ছিল। কি সুন্দর একটা নাম। মাইশা নামটা খুব একটা সুন্দর না।"
জীয়ন গভীর মনোযোগের সাথে টম অ্যান্ড জেরি দেখতে লাগল। আমি কথাটা আরেকবার বললাম। কিন্তু সে জবাব দেয়ার কোন প্রয়োজনই উপলব্ধি করলো না।
রাত ১১টা বাজে। আমাদের রুমে আমি আর আমার বউ টিভি দেখছি।
দরজা খুলে জীয়নের প্রবেশ। আমার সামনে এসে দাঁড়িয়ে বেশ গম্ভীর মুখে বলল -
"রাজীব নামটা আরও পচা। অনেক বেশী পচা।"
কথাটা বলে সে উল্টাদিকে ফিরে গটগট করে নিজের রুমে ঘুমাতে চলে গেলো।
জ্বি না, ভুল পড়েননি। "আবার" শব্দটা এখানে প্রকৃত অর্থেই ব্যবহার করা হয়েছে। আমার জানামতে, তার সাড়ে তিন বছরের জীবনে এটা চতুর্থ প্রেম!
তার নতুন প্রেমিকার নাম সঙ্গত কারণেই গোপন করে লেখাটা লিখছি। মাত্র সাড়ে তিন বছরের একটা মেয়ে আমার বখাটে ছেলের কারণে এই বয়সেই স্ক্যাণ্ডালের শিকার হোক, সে তো আমি হতে দিতে পারিনা, তাই না?
ধরে নিন, মেয়েটার নাম মাইশা। আর, এর আগে যে মেয়েটা'কে জীয়নের ভালো লাগত, ধরে নিন তার নাম অহনা।
সেদিন বিকালে ...
আমি - "আজকে স্কুলে কার পাশে বসেছিলি বাবা?"
জীয়ন (মুখে চোরা চোরা হাসি) - "মাইশার পাশে।"
আমি (কিঞ্চিত অবাক) - "কেন? অহনার কি হল? ওর পাশে আর বসিশ না?"
জীয়ন (নির্লিপ্ত মুখে) - "নাহ! আর ভাল্লাগে না।"
আমি - "মানে কি? এখন তাহলে কাকে ভাল্লাগে?"
জীয়ন (লজ্জায় নুয়ে পড়ে) - "মাইশাকে।"
আমি - "মাইশা তোকে পছন্দ করে?"
জীয়ন (লজ্জায় পুরাই গদগদ) - "মনে হয়।"
আমি (কপট বিরক্তির ভান করে) - "আমার কিন্তু অহনাকেই বেশী পছন্দ ছিল। কি সুন্দর একটা নাম। মাইশা নামটা খুব একটা সুন্দর না।"
জীয়ন গভীর মনোযোগের সাথে টম অ্যান্ড জেরি দেখতে লাগল। আমি কথাটা আরেকবার বললাম। কিন্তু সে জবাব দেয়ার কোন প্রয়োজনই উপলব্ধি করলো না।
রাত ১১টা বাজে। আমাদের রুমে আমি আর আমার বউ টিভি দেখছি।
দরজা খুলে জীয়নের প্রবেশ। আমার সামনে এসে দাঁড়িয়ে বেশ গম্ভীর মুখে বলল -
"রাজীব নামটা আরও পচা। অনেক বেশী পচা।"
কথাটা বলে সে উল্টাদিকে ফিরে গটগট করে নিজের রুমে ঘুমাতে চলে গেলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন