১।
মাঝে মাঝে স্মার্ট ফোনের পাকনামি দেখলে গা জ্বলে।
আমার বাসার মানুষজন ইদানীং ইন্টারনেট'এ বাজার করে। চাল-ডাল ডট কম থেকে। ডাইনিং টেবিলে বউ ল্যাপটপ নিয়ে বসে। ৫ মিনিট এটা-সেটা ক্লিক করে, ঘণ্টা-খানেক পর ব্যাগভর্তি বাজার বাসায় এসে হাজির। কত্ত মজা :)
আজকে সকালে আমার খালা গল্প করতে করতে বলল তার বাজারে যেতে হবে, "মেজবানি মসলা" কিনতে।
আমার স্মার্ট বউ সাথে সাথে তার "বাজার করার স্মার্ট পদ্ধতি"'র ডেমো দেয়ার চান্স পেয়ে গেলো। অবলা-বেকার আমার উপর ফরমান জারি হল যেন আমি ইন্টারনেট গুঁতিয়ে খালার জন্য "মেজবানি মসলা" খুঁজে দেই।
আমি আমার স্মার্ট ফোনে সার্চ মারলাম "মেজবানি মসলা"...
আমার এই সহজসরল সার্চ স্মার্টফোন-বাবাজির পছন্দ হবে কেন? একটু পাকনামি না করলে ওনার চলে? বলেন?
উনি উল্টা আমাকে প্রশ্ন করলেন ...
"আর ইউ লুকিং ফর মেহজাবিন মসলা?"
লে এইবার। মজা বোঝ !
২।
এই গল্পের একটা দ্বিতীয় পর্বও আছে।
বউ'কে গল্পটা বললাম।
বউ কি বলল জানেন?
"আজাইরা ফোনের দোষ দিয়ো না। স্মার্টফোন আসলেই স্মার্ট। যেসব টেক্সট বেশী টাইপ করা হয়, স্মার্টফোন সেগুলাই বারবার সাজেস্ট করে। এইবার আসল কথা বল। তোমার ফোন থেকে ঘনঘন মেহজাবিন সার্চ দেয় কে? হুমমমম???"
লে এইবার। মজা বোঝ !!!
মাঝে মাঝে স্মার্ট ফোনের পাকনামি দেখলে গা জ্বলে।
আমার বাসার মানুষজন ইদানীং ইন্টারনেট'এ বাজার করে। চাল-ডাল ডট কম থেকে। ডাইনিং টেবিলে বউ ল্যাপটপ নিয়ে বসে। ৫ মিনিট এটা-সেটা ক্লিক করে, ঘণ্টা-খানেক পর ব্যাগভর্তি বাজার বাসায় এসে হাজির। কত্ত মজা :)
আজকে সকালে আমার খালা গল্প করতে করতে বলল তার বাজারে যেতে হবে, "মেজবানি মসলা" কিনতে।
আমার স্মার্ট বউ সাথে সাথে তার "বাজার করার স্মার্ট পদ্ধতি"'র ডেমো দেয়ার চান্স পেয়ে গেলো। অবলা-বেকার আমার উপর ফরমান জারি হল যেন আমি ইন্টারনেট গুঁতিয়ে খালার জন্য "মেজবানি মসলা" খুঁজে দেই।
আমি আমার স্মার্ট ফোনে সার্চ মারলাম "মেজবানি মসলা"...
আমার এই সহজসরল সার্চ স্মার্টফোন-বাবাজির পছন্দ হবে কেন? একটু পাকনামি না করলে ওনার চলে? বলেন?
উনি উল্টা আমাকে প্রশ্ন করলেন ...
"আর ইউ লুকিং ফর মেহজাবিন মসলা?"
লে এইবার। মজা বোঝ !
২।
এই গল্পের একটা দ্বিতীয় পর্বও আছে।
বউ'কে গল্পটা বললাম।
বউ কি বলল জানেন?
"আজাইরা ফোনের দোষ দিয়ো না। স্মার্টফোন আসলেই স্মার্ট। যেসব টেক্সট বেশী টাইপ করা হয়, স্মার্টফোন সেগুলাই বারবার সাজেস্ট করে। এইবার আসল কথা বল। তোমার ফোন থেকে ঘনঘন মেহজাবিন সার্চ দেয় কে? হুমমমম???"
লে এইবার। মজা বোঝ !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন